অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত দৌলতপুর রেলগেট এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাত্রি ৯টা নাগাদ বংশীহারী থানার অন্তর্গত দৌলতপুর রেলগেট এলাকায় রেললাইনের ধারে প্রায় ৯০ বছরের এক বৃদ্ধকে পড়ে থাকতে পায় স্থানীয় বাসিন্দা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বংশীহারী থানায়। বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে। রশিদপুর গ্রামীন হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। তবে ওই বৃদ্ধ রেল লাইনের ধারে কিভাবে আসলো বা ওই বৃদ্ধর বাড়ি ও নাম পরিচয় বা কি? তা এখনো উদ্ধার করতে পারেননি পুলিশ। পুলিশের অনুমান রেললাইন দিয়ে ঐ বৃদ্ধ হেঁটে কোথাও যাচ্ছিল। রেললাইন দিয়ে রেল আসার সময় ওই বৃদ্ধ রেললাইন থেকে তাড়াহুড়া করে নামার সময় রেল লাইনের উপর থেকে নিচে পাল্টে খেয়ে পড়ে যায়। ওই বৃদ্ধ পাল্টি খেতে খেতে নিচে পড়ে যাওয়ার পর ঐ বৃদ্ধ উঠে দাঁড়াতে পারেনি, সেখানেই পড়ে ছিল বৃদ্ধটি। রেল লাইনের উপর থেকে পড়ে যাওয়ার কারণেই ওই বৃদ্ধ মারা গিয়েছে বলে পুলিশ মনে করছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন।

