হরিরামপুর:—————-—— অঙ্গনওয়াড়ী কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য পুরো এলাকা জুড়ে ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর ব্লকের শিরশীর গ্রাম পঞ্চায়েতের নর্দাস গ্রামের ৩৫ নাম্বার অঙ্গনওয়াড়ী কেন্দ্রের। অঙ্গনওয়াড়ী সেন্টারের দিদিমনির অভিযোগ প্রতিদিনের মতো সোমবারও অঙ্গনওয়াড়ী কেন্দ্র চালিয়ে তালা দিয়ে বাড়ি ফিরেছিলেন তারা মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের তালা খুলতেই দেখেন অঙ্গনওয়াড়ী কেন্দ্রের এলইডি টিভি যা দিয়ে শিশুদের শিক্ষনীয় ভিডিও গুলো দেখানো হয় সেটি চুরি হয়ে গিয়েছে। পাশাপাশি বেশ কিছু আরো সামগ্রী চুরি হয়ে গিয়েছে। যার পরেই অঙ্গনওয়াড়ী কেন্দ্রের দিদিমনি হরিরামপুর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এমন ঘটনা এলাকাবাসীদের কানে যেতেই শোরগোল পড়ে গিয়েছে পুরো নর্দাস গ্রামজুড়ে ।
এ বিষয়ে অঙ্গনওয়াড়ী সেন্টারের দিদিমণি সুচিত্রা নুনিয়া, জানিয়েছেন, প্রতিদিনের মতোই আমি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে বাচ্চাদের পড়াশোনা ও মিড ডে মিলের খাবার দিয়ে বন্ধ করে চলে গিয়েছিলাম আজ সকালে অঙ্গনওয়াড়ী কেন্দ্র খুলতেই দেখি বাচ্চাদের শিক্ষনীয় ভিডিও দেখানোর এলইডি টিভি চুরি হয়ে গিয়েছে থানায় জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত নেমেছেন।
এ বিষয়ে হরিরামপুর ব্লকের সিডিপিও ওয়াহেদ আলী জানিয়েছেন, এমন ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম বিষয়টি খতিয়ে দেখেছি আশা করি পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দেবেন।

